আলমডাঙ্গার কৃষ্ণপুরে পরীক্ষায় ফেল করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার কৃষ্ণপুরে পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ঘরের বিমের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। নিহত আনজুমান আরা ঐশী চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের আজম আলীর মেয়ে ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলো।

জানা গেছে, ঐশী আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামে তার নানা ইসরাইল হোসেনের বাড়ি থেকে লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার এসএসসির ফলাফল প্রকাশিত হয়। প্রাপ্ত ফলাফলে ঐশী বিজ্ঞান বিষয়ে ফেল করে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের নানা বাড়ির ঘরের কাঠের বিমের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মহাসিন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করেন। এব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে। গতরাত সাড়ে ১১টায় ময়নাতদন্ত ছাড়াই ঐশীর লাশ দাফন সম্পন্ন হয়।