স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে (আরপিএল) সিজেন-১ রিচার্জ পয়েন্ট প্রিমিয়ার লিগ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিডি ক্লাসার্স ও সুপার কিংস অংশগ্রহণ করে। সুপার কিংসকে হারিয়ে সিডি ক্লাসার্স অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টস জিতে ব্যাট করতে নেমে রানার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫ ওভারে ৯৮ রানের বড় সংগ্রহ দাড় করায় সিডি ক্লাসার্স। জবাবে সুপার কিংস ব্যাট করতে নেমে আইদিদের বোলিং সাইক্লোনে ৩ ওভারে ৪৪ রানের মধ্যে গুটিয়ে যায়। ফলে ৫৪ রানের বড় ব্যাবধানে জয়ী হয় সিডি ক্লাসার্স। ফাইনাল ম্যাচ ও পুরো সিরিজ জুড়ে অসাধারণ পারফরমেন্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় সিডি ক্লাসার্সের রানা।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার সাংবাদিক রানা মাসুদ ও হাজরাহাটির পরিচিতমুখ তৌহিদুল ইসলাম তোতা। অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আম্প্যায়ারের দায়িত্বে ছিলেন মনির হোসেন ও রাজু। স্কোরবোর্ডে ছিলেন শেখর। অতিথিদের বক্তব্যে বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন’ শরীর ও মনকে সুস্থ ও সুন্দর রাখার জন্য খেলা বিকল্প নেই। খেলা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরে। তাই খেলা নিয়মিত খেললে শরীর ও মন উভয় সুস্থ থাকবে। খেলার মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব। টুর্নামেন্ট পরিচালনায়: আইদিদ, মিজবাহ, মনির, রাজু, সিফাত ও আল-আমিন। এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন তৌহিদুল ইসলাম তোতা। পরে নতুন কমিটি ঘোষণা করেন রাজু। আরপিএল-সিজেন-২ পরিচালনা করার জন্য ৪ সদস্যের নতুন কমিটি গঠন করা করা হয়। সদস্য হলো- অমিত, টুটুল, বিশে ও ইমরান।