মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে ২ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাহিদুজ্জামানকে সভাপতি ও ফকিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু। আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মাহাবুল হকের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগ নেতা মশিউর রহমান পলাশের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন নিকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম, ২ নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন বদু, সাধারণ সম্পাদক আবুল হাশেম, কৃষক লীগ নেতা মাদার, লিপু, আনারুল ইসলাম প্রমুখ।