কুষ্টিয়ায় সীমান্ত নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত : এবার সীমান্ত পাহারায় আসছে রোবট

কুষ্টিয়া প্রতিনিধি: এবার সীমান্ত পাহারায় যোগ হচ্ছে রোবট আর ক্যামেরা। কুষ্টিয়া ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শীর্ষক সেমিনারে এমন কথা বলেছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় দিশা এনজিও হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল আবু সাঈদ আল মসউদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। তিনি বলেন, অপ্রতুল জনবল দিয়ে দেশের বিশাল সীমান্ত এলাকায় সুরক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে। জনবলের ঘাটতি মেটাতে বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়েছে। মানুষের পর্যবেক্ষণ চলে গেছে ক্যামেরার হাতে। আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স বদলে দিচ্ছে মানবীয় বুদ্ধিমাত্রাকে। এরূপ একটি সময়ে সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা একটি সময়োপযোগী বিষয়। উন্নত দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে মিল রেখে আমাদের দেশের সীমান্তরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে প্রস্তাবিত বিজিবি ভিশন ২০৪০’র আওতায় সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা বিষয়ে আজকের এ ধারণার অবতারণা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, খুলনা সেক্টরের কামান্ডার কর্নেল এএসএম আনিসুল হক, যশোর অঞ্চলের ডিজিএফআইর পরিচালক কর্নেল হাফিজ মাহমুদ, বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের লজিস্টিক পরিচালক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান, ইন্টালিজেন্স পরিচালক লে. কর্নেল আব্দুল খবীর সরকার।

সেমিনারে অতিথি বক্তা ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গলীব, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস প্রমুখ। সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বিজিবির প্রেক্ষাপটে সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেট ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।