মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডের স্থানীয় আদিবাসী মাউরি জনগোষ্ঠীর কাছে পবিত্র স্থান মাউন্ট তারানাকির চূড়ায় নগ্ন হয়ে ছবি তুলে বেশ বিপদে পড়েছেন প্লেবয় ম্যাগাজিনের এক মডেল। এ নিয়ে প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের জন্য বিখ্যাত এ ম্যাগাজিনটিসহ মডেল জেলিনি কুকের ওপর বেজায় ক্ষিপ্ত হয়েছেন মাউরি আদিবাসীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে। স্থানীয় এক মাউরি ব্যক্তি জানান, এখানে যা ঘটেছে, তা আমাদের সংস্কৃতির জন্য খুবই স্পর্শকাতর। জানা গেছে, মাউন্ট তারানাকি পাহাড়টি একটি জীবন্ত আগ্নেয়গিরি। এর চূড়াকে মাউরিদের কাছে পরম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। মাউরি উপজাতির আরেক মুখপাত্র ডেনিস গোহেয়ার একটি বার্তা সংস্থা সাথে আলাপকালে বলেন, এটা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসেলিকায় নগ্ন হয়ে ছবি তোলার শামিল। এটি খুবই পবিত্র স্থান এবং এখানে এ ধরনের কাজ অত্যন্ত অনুপযুক্ত বলেও মন্তব্য করেন তিনি।