দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ইব্রাহিমপুরে ১৫ দিনব্যাপি বোশেখি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ইব্রাহিমপুর ফুটবল মাঠে ছাদরাতুল মোমিন সংঘের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইব্রাহিমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান মোহাম্মদ খোকন, ছাদরাতুল মোমিন সংঘের সভাপতি গোলাম মোস্তফা মধু, আ.লীগ নেতা শহিদুল ইসলাম বেল্টু, শাহাবুদ্দিন, ইসলাম মন্ডল, সিরাজুল ইসলাম ভদু, ইউপি সদস্য জহুরুল ইসলাম মেম্বার, মামুন, এনামুল, নাসির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক তৌহিদ হোসেন।