খবর: (গ্রিড বিপর্যয় ॥ চুয়াডাঙ্গাসহ সারাদেশে বিদ্যুত সরবরাহ ব্যাহত)
মিষ্টি সুরে বৃষ্টি হলেই
বিদ্যুত যায় চলে,
একটুখানি খরা হলেই
মোমের মতো গলে।
ঝড়ের আগেই বিদ্যুত যায়
কোন বা অচিন দেশে
হাওয়া-বাতাস উঠলে ও ফের
চলে ভেসে ভেসে।
পোল পড়ে যায় তার ছিঁড়ে যায়
হয় বিদ্যুত খোঁড়া,
সারাবেলায় চলছে কেবল
তালি এবং জোড়া।
পাত্তা পাওয়া যায় না ওনার
মরার আগেই ভূত
উনি হলেন তেইশ মারা
সেয়ানা বিদ্যুত।
-আহাদ আলী মোল্লা