বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপির জামলাতলা পাড়ায় গাছের পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আইজদ্দিন নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি………..রাজেউন)। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ২টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা জামলাতলাপাড়ার মৃত আমদ আলী মোল্লার ছেলে দু সন্তানের জনক আইজদ্দীন মোল্লা (৬৫) দুপুর ২টার দিকে ছাগলের পাতা কাটতে বাড়ির পাশে মেহগনি গাছে ওঠে। এ সময় অসাবধানতা বসত গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন। গতকালই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত আইজদ্দীনের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়।