খবর:(১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস)
বুর্জোয়া সব পুঁজিপতি মালিক শ্রেণীর লোক
জনখাটাদের টাকা দেয়ার সময় মারে পোক
রক্ত চুষে খায় সারাক্ষণ মানুষ নামের জোঁক
ওরা কেবল হচ্ছে ধনী লোকের যা হয় হোক।
বাগদি মুটে কুলি কাহার নাপিত ছাড়ে দম
খিদের জ্বালায় মরোমরো আয়ু অনেক কম
ধনীর দুলাল সারা জীবন গরিব লোকের যম
লোক ঠকিয়ে পয়সা মেরে খায় মোটা চমচম।
কামলা শ্রমিক মজুর মুনিস কর্মজীবীর দল
পায় না শ্রমের ঘামের উচিত মূল্য বা তার ফল
কিন্তু লাভের খাতায় আনে কারখানা মিল কল
খাটনি খেটে সারা দেহের রক্ত করে জল।
মানবেতর জীবন যাপন করছে তারা তাই
কোথায় থাকে কোথায় ঘুমায় কোথায় তাদের ঠাই
ন্যায্য দাবির সাথে যেন সব অধিকার পাই
কাজের বিনিময়ে কেবল হক মজুরি চায়
-আহাদ আলী মোল্লা।
২৬.০৪.২০১৭