জয়পুরহাটে অর্থের অভাবে হকি কোচের আত্মহত্যা!

স্টাফ রিপোর্টার: আত্মহত্যা করেছেন জয়পুরহাটের জেলা ক্রীড়া সংস্থার হকি কোচ, জেলা রেফারি সমিতির অন্যতম সদস্য ও জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড ফুটবল টিমের সাবেক কৃতফুটবলার আমজাদ হোসেন হিটলার (৬৪)। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট পৌর এলাকার বাবু পাড়া মহল্লায় নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। জানা গেছে, ঘটনার সময় আমজাদের স্ত্রী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্স ইনচার্জ মেরি গোমেজ বাসায় ছিলেন না। তিনি চাকরির অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার কাজে হাসপাতালে ছিলেন।

হাসপাতাল থেকে দুপুর ১২টার দিকে বাসায় ফিরে ড্রইং রুমে ঢুকে মেরি তার স্বামী আমজাদ হোসেন হিটলারের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমজাদের স্ত্রী মেরি গোমেজের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, আর্থিক সংকটের কারণে আমজাদ কিছুদিন থেকে মানসিক দুশ্চিন্তায় ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমজাদ হোসেন হিটলার দিনাজপুরের ঈদগাহ বস্তির ডা. রোস্তম আলীর ছেলে। তার এক মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন।

এদিকে আমজাদ হোসেনের হিটলারের এই অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জয়পুহাটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।