স্টোকসের প্রতি উইকেটের মূল্য ২ কোটি ৪১ লাখ রুপি!

 

মাথাভাঙ্গা মনিটর: আইপিএলের দশম আসরের নিলামে সবচেয়ে চমক দেখান দুই ইংলিশ ক্রিকেটার। তারা হলেন- অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার টাইমাল মিলস। আকাশ ছোঁয়া দামে তাদের দলে ভেড়ান যথাক্রমে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। বেন স্টোকসকে প্রথমে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ডেয়ারডেভিলস। তাদের সঙ্গে বেন স্টোকসকে নিতে মরিয়া লড়াই চালিয়েছিলো কিংস ইলেভেন পাঞ্জাব এবং গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ কোটি, ১৩.৫ কোটি এবং সব থেকে বেশি ১৪.৫ কোটি রুপিতে বিড করে বেন স্টোকসকে কিনে নেয় পুনে। এর আগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ছিলেন আইপিএলের সব থেকে দামী আন্তর্জাতিক ক্রিকেটার (৯.৫ কোটি রুপি)। এতো চড়া দামে কেনা ক্রিকেটার দলের আশা পূরণে ব্যর্থ। ব্যাট ও বল হাতে কিছুই করতে পারেননি স্টোকস। স্টোকস পুনের হয়ে ৭ ম্যাচ খেলেছেন। পেয়েছেন মাত্র ৬ উইকেট। ব্যাট হাতে করেছেন ১২৭ রান। স্টোকসের দামের সঙ্গে যদি তার উইকেটের পরিসংখ্যান হিসেব করা হয় তাহলে ২ কোটি ৪১ লাখেরও বেশি রুপি খরচ করেছে পুনে। অন্যদিকে বামহাতি পেসার টাইমাল মিলসকে ১২ কোটি রুপিতে কিনেছিল বাঙ্গালোর। ৫ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৫টি। উইকেট প্রতি বাঙ্গালোর খরচ করেছে ২ কোটি ৪০ লাখ রুপি।

এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই স্টোকসকে দলে নিয়েছিল পুনে। তবে স্টোকস ব্যর্থ হয়েছেন। অবশ্য এখনও প্লে অফে খেলার আশা জাগিয়ে রেখেছে পুনে। অন্যদিকে এবারের আইপিএলের শিরোপা জেতার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে বাঙ্গালোরের। পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে তারা।