বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন জেলা শাখার সাবেক সভাপতি গিয়াস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী। সভায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, রেবেকা সুলতানা, নুর হোসেন, হাসমত আলী, সাইদুর রহমান, কামরুজ্জামান, শাহাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে শিক্ষা জাতীয়করণ, বর্ধিত ৫ ভাগ বেতন, শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ বৈশাখী ভাতা, শিক্ষাভাতা প্রদানসহ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবি করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফুরকান আলী। প্রেসবিজ্ঞপ্তি।