জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ৫ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটসের আব্দুল গফুর দ্বিতীয় আঞ্চলিক কমডেকার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা স্কাউট সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা স্কাউট কমিশনার আব্দুল হান্নান প্রমুখ। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় এবং জীবননগর উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী দ্বিতীয় আঞ্চলিক কমডেকা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। কমডেকায় খুলনা বিভাগের ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।