স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আবু বরকত স্মৃতি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টিপু একাদশ ও মনি একাদশ মুখোমুখি হয়। টিপু একাদশ ৩-১ গোলে মনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টিপু একাশদের রাজিব একাই ৩ গোল করেন এবং মনি একাদশের মনি একমাত্র গোলটি করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও টুটুল মোল্লা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।