গড়াইটুপির গোষ্ঠবিহারে যুবলীগ নেতা লাঞ্ছিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের গোষ্ঠবিহার গ্রামে চিহ্নিত ভ্রাম্যমাণ এক মাদককারবারী কর্তৃক একই গ্রামের যুবলীগ নেতা হাবিবুর রহমান নুলু লাঞ্ছিত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় ক্যাম্প পুলিশের নিকট করা হয়েছে অভিযোগ।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গোষ্ঠবিহার গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে যুবলীগ নেতা হাবিবুর রহমান নুলু গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান গড়াইটুপি বাজারে আসছিলেন। পথিমধ্যে তিনি গড়াইটুপি মেলার মোড়ে পৌঁছুলে একই গ্রামের রেজাউল হকের ছেলে এলাকার চিহ্নিত ভ্রাম্যমাণ মাদককারবারী ফিরোজ তার মোটরসাইকেলের গতিরোধ করে। পূর্বশত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোটরসাইকেলে লাথি দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় হাবিবুর তিতুদহ ক্যাম্প পুলিশের নিকট মাদককারবারী ফিরোজের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।