কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার সুজনের ৩ মাসের বিনা শ্রমকারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ রায় দেন। রায়ে পর তাকে জেলা কারাগারে নেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে বখাটে সুজন (২৫) ওই এলাকার এক কলেজছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল শুক্রবার সকালে উত্ত্যক্ত করার সময় তাকে হাতে নাতে ধরে পুলিশে দেয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে নেয়া হয় ভ্রাম্যমাণ আদালেতে। ভ্রাম্যমাণ আদালতে সুজন দোস স্বীকার করায় তাকে ৩ মাসের বিনা শ্রমকারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুপ্রভাত ও আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। আদেশের পর সুজনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়।