আ.লীগ সরকার মানুষকে রাতে ঘুমানোর নিশ্চয়তা দিয়েছে    

গাংনীতে শ্মশান ঘাট উদ্বোধন অনুষ্ঠানে মহিলা এমপি সেলিনা আখতার বানু

 

গাংনী প্রতিনিধি: সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখতার বানু বলেছেন, বিগত সময়ে মানুষের রাতের ঘুম হারাম করেছিলো সন্ত্রাসীরা। সন্ধ্যা রাতেও মানুষ রাস্তায় চলাচল করতে পারেনি। জানমালের নিরাপত্তা ছিলো না। বর্তমান সরকার সন্ত্রাস দমনে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করছে। এখন মানুষের নিরাপত্তার অভাব নেই। স্বাধীনভাবে চলতে পারছেন দেশের নাগরিকরা। নিশ্চিন্তে রাতে ঘুমানোর নিশ্চয়তা সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সাহারবাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শ্মশানঘাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন তিনি। বক্তৃতায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন সেলিনা আখতার বানু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটি ইউপি আ.লীগ সভাপতি আকরাম খান। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন কাথুলী ইউপি আ.লীগ সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দীনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু।

এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে কাজলা নদীর তীরবর্তী স্থানে ১০ কাঠা জমি কিনে তাতে স্থায়ী শ্মশানঘাটের ব্যবস্থা করেছেন মহিলা এমপি। এই প্রাপ্তিতে মরদেহ শৎকারের ব্যবস্থা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।