আলমডাঙ্গার মাদারহুদায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই নারীকে ধরে মারধর : থানায় মামলা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের মাদারহুদা গ্রামে বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল এ ব্যপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের সাহাবুলের সাথে প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে গ্রামের শুকুরের ছেলে রুস্তম, খোকাই মণ্ডলের ছেলে মুন্তাজ, সাত্তার, আত্তাপ, আমছারের ছেলে আমিরুল ও রুস্তমের স্ত্রী কোমলা সাহবুলের বাড়ির জমি নিজেদের বাদী করে বাড়ি উঠানে বাঁশের বেড়া দিয়ে জমি দকল করছিলো। এ সময় সাহাবুলের স্ত্রী সালমা খাতুন ও বোন মাছুরা খাতুন বাধা দিতে গেলে লাঠি ও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্বার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সালমার অবস্থা গুরুতর। এবিষয়ে গতকাল আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।