আলমডাঙ্গার আঠারখাদা গ্রামের ভাই-ভাবীর ষড়যন্ত্রের শিকার সেলিমের পরিবার

 

বাড়াদী প্রতিনিধি: আপন ভাই-ভাবীর ষড়যন্ত্রের শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন আলমডাঙ্গা আঠারখাদা গ্রামের সেলিম ও তার পরিবারের লোকজন। ইতোমধ্যে পুলিশ তার ছোট ভাই আবুল কালামকে গ্রেফতার করেছে। তিনি জেল হাজতে রয়েছেন। সেলিমের স্ত্রী রুপালী খাতুন আদালত থেকে জামিন পেলেও নিরীহ সেলিম পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই ছালামের শ্বশুর আব্দুল খালেক বাদী হয়ে উদ্দেশ্যমূলকভাবে মামলা করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাসূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানায়, বাড়াদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের আইনাল মণ্ডলের ছেলে আব্দুস ছালাম ও ছালামের স্ত্রী খালেদা খাতুন সংসারে অহেতুক ঝামেলা সৃষ্টি করতে থাকে। এ নিয়ে পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে এ নিয়ে সমঝোতায় বসে পরিবারের সবাই। এ সময় সালামের সাথে অন্য দু ভাইয়ের হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হন ছালামের শ্বশুর একই উপজেলার কুমারী গ্রামের আব্দুল খালেক। তিনি তার জামাইয়ের পরিবারকে শায়েস্তা করার জন্য ওই দিনই মেয়ে জামাইকে আঠারখাদা থেকে নিয়ে যান নিজের বাড়িতে। পরে পরিকল্পিতভাবে হয়রানির উদ্দেশে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ছোট দু’ভাই সেলিম ও আবুল কালামসহ ৪ জনকে আসামি করে গত ২১ এপ্রিল মামলা করেন। মামলায় বলা হয়, লোহার রড, শাবল, হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। সেলিমের প্রতিবেশীরা জানিয়েছে, আব্দুল খালেক হয়রানির উদ্দেশে মিথ্যা মামলা করেছেন। এ ঘটনার পর থেকেই সেলিম ও তার পরিবারের সদস্যরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ২৪ এপ্রিল আবুল কালামকে পুলিশ গ্রেফতার করে। পরে সেলিমের স্ত্রী রুপালী খাতুন আদালত থেকে জামিন নেন। সেলিম এখনও পালিয়ে বেড়াচ্ছেন। সেলিমের পরিবারের দাবি পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে। এ ব্যাপারে সেলিমের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।