মেহেরপুর অফিস: মেহেরপুরে ৫৫তম ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী পরীক্ষায় অংশ নেন ১৬৮ জন মোটর সাইকেল চালক। বিআরটিএ মেহেরপুর অফিসের উদ্যোগে বেলা সাড়ে ১০ টার দিকে সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এসয়ম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নুরে আলম আর.ডি.সি, মেহেরপুর। আরো উপস্থিতি ছিলেন, বিআরটিএ চুয়াডাঙ্গা মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এসএম সবুজ, ট্রাফিক সার্জেন্ট শ্যামল। দুপুরে পরীক্ষার্থীরে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। বিকেলে সরকারি উচ্চ বালক বিদ্যালয় খেলার মাঠে ঝিকজ্যাক পদ্ধতিতে মোটরসাইকেল চালিয়ে পরীক্ষা নেয়া হয় এসময় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়।
বিআরটিএ চুয়াডাঙ্গা মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এসএম সবুজ জানান, পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষায় কৃতকার্যদের তালিকা মেহেরপুর বিআরটিএ অফিসে দেওয়ালে টানিয়ে দেয়া হবে।