মহেশপুর পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের রাজস্ব খ্যাত থেকে বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর পৌরসভার পৌর চত্বরে পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রাজস্ব খ্যাত থেকে বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট করে। গতকাল বুধবার সকালে এ অবস্থান ধর্মঘট করা হয়।

মহেশপুর পৌর কর্মচারী-কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সচিব রাকিবুল ইসলাম, শাহিনুর রহমান, বিপ্লব হোসেন, অফিস সহকারী ষষ্টী রায় প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় এবং তাদের এই দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।