স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই বিজয়ী করবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমঙ্গল ছাড়া দ্বিতীয় কোনো বিষয় নিয়ে চিন্তা করেন না। তাই বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চায়। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমেরিকান-বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স-(এবিবিএ) এই মতবিনিময় অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেবে আওয়ামী লীগ। প্রার্থীদের অতীত কর্ম বিচার করে তাদের মনোনয়ন দেয়া হবে। যারা মানুষকে কষ্ট দিয়েছেন এবার তাদের বিচার হবে অন্যভাবে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থেই আওয়ামী লীগকে আবারও জয়ী হতে হবে। আমাদের যে রেকর্ড রয়েছে, তা বিবেচনা করলে আওয়ামী লীগই আবার নির্বাচিত হবে বলে আশা করছি। ফলে বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড নিরবচ্ছিন্নভাবে আমরা করে যেতে পারবো। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে চুরি চাওয়া অর্থ ফেরত পাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সামান্য কিছু অর্থ ছাড়া পুরোটাই ফেরত পাচ্ছে বাংলাদেশ। ওই চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। ভবিষ্যতে এমন চুরি ঠেকাতে সকল মহল সোচ্চার রয়েছে এবং বাংলাদেশেও এ নিয়ে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী।