চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ইজিবাইক খোয়ালেন বোয়ালিয়ার ঘরজমাই উজ্জ্বল

 

স্টাফ রিপোর্টার: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক খুইয়েছেন চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের ঘরজামাই উজ্জ্বল হোসেন। তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উজ্জ্বল অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন বলে পরিবারের ধারণা। তবে কোথা থেকে কিভাবে তিনি প্রতারণার শিকার হয়েছে তা জানা যায়নি।

পরিবারসূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক উজ্জ্বল হোসেন (৩৩) চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ঘরজামাই। তিনি গতকাল সকাল ৮টার দিকে ভাড়া মারার উদ্দেশে বোয়ালিয়া থেকে বের হন। দুপুরে তিনি ইজিবাইক খুঁইয়ে টলকাতে টলকাতে চুয়াডাঙ্গা সদর থানায় ঢুকে পড়ে যান। সেখানে অজ্ঞান হয়ে পড়েন। পরে তার স্ত্রী শিলা খাতুনসহ পরিবারের লোকজন এসে বেলা ৩টার দিকে সদর হাসপাতালে ভর্তি করেন। উজ্জ্বল অচেতন থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে পরিবারের সদস্যদের ধারণা তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে সটকেছে প্রতারকরা।