আবেদনময়ী ভিলেন রুপে প্রিয়াঙ্কা হাজির বেওয়াচ ট্রেলারে

 

মাথাভাঙ্গা মনিটর: প্রায় মাসখানেকের অপেক্ষর প্রহর শেষ হলো। প্যারামাউন্ট পিকচারর্স ইন্ডিয়া তাদের ইউটিউব চ্যানেলে বেওয়াচ মুভির তৃতীয় ট্রেলারটি গত মঙ্গলবার প্রকাশ করে। আর এই ট্রেলারেই ভিলেনরুপী প্রিয়াঙ্কা চোপড়ার আবেদনময়ী রুপ দেখতে হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয় দর্শকরা। একদিনেই প্রায় সোয়া তিন লাখ ভিউ পেয়েছে ট্রেলারটি। এই সিনেমার মধ্যদিয়েই হলিউডে প্রিয়াঙ্কার অভিষেক হয়েছে। সিনেমায় প্রিয়াঙ্কা ভিক্টোরিয়া লিডসের চরিত্রে অভিনয় করছে, যে সৈকতের পাশে একটি ক্লাবের মালিক ও সমুদ্রপথে অবৈধভাবে মাদকদ্রব্য চোরাচালানের ব্যবসা করে। আর মাদকদ্রব্য চোরাচালনি বন্ধ করতে সদা তৎপর সৈকতের লাইফগার্ডরা। ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। ছবিতে প্রিয়াঙ্কার সাথে আরো অভিনয় করছে দ্যা রক খ্যাত ডোয়াইন জনসন, জ্যাক এফরন, কেইলি রোহব্রাক, আলেক্সান্দ্রা ড্যাড্ডারিও। অতিথি চরিত্রে আছেন পামেলা অ্যান্ডারসন। সৈকতে কিভাবে অবৈধ মাদক ব্যবসা করেন প্রিয়াঙ্কা সেটি জানা যাবে ২৫ মে । সেথ গর্ডন পরিচালিত সিনেমাটি ওইদিন মুক্তি পাবে।