স্টাফ রিপোর্টার: সম্প্রতি সময়ে নানা ইস্যু নিয়ে খবরে আসছে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নাম। সন্তানসহ নিজেদের বিয়ের খবর যখন অপু বিশ্বাস গণমাধ্যমে প্রকাশ করে দেন এরপর থেকেই শুরু হয় শাকিব খানকে নিয়ে পক্ষ-বিপক্ষের ভিন্ন জনের ভিন্ন কথা। এবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিই শাকিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ২৪ এপ্রিল এক চিঠিতে সমিতি এই অভিনেতাকে নিয়ে ছবি নির্মাণ বন্ধের আহ্বান জানান। সমিতির মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শাকিব খান পরিচালকদের হেয় করেছেন। এর পরিপ্রেক্ষিতে পরিচালক সমিতি শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এটির সমাধান না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে সমিতি। চিঠিতে আরো বলা হয়েছে, পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টির সম্মানজনক সমাধান না হওয়া পর্যন্ত শাকিব খান নিষেধাজ্ঞার কবলে থাকবেন। চিঠিটি স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।