চ্যাম্পিয়ন হয়ে অবসরের ঘোষণা দিদার বলীর

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৮তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলী। চ্যাম্পিয়ন হয়ে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। প্রায় ১৭ মিনিট লড়াই করে গত বছর সিলেকশনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়া শামছু বলীকে পরাজিত করে তিনি এবারের শিরোপা জেতেন। গতকাল মঙ্গলবার  বিকলে ৪টা থেকে নগরীর লালদীঘি মাঠে শুরু হওয়া এ বলী খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বলী অংশ নেন। এ পর্যন্ত সর্বোচ্চ ট্রফি পাওয়া দিদার বলী আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাই আগামীবার থেকে জব্বারের বলী খেলায় আর দেখা যাবে না দিদার বলীকে।

এর আগে বেলা ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার ও প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ, আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল উপস্থিত ছিলেন।