স্টাফ রিপোর্টার: তাঈফা আহমেদ জেবীর বয়স দেড় মাস, আর তার ভাই সাঈদ আহমেদ জয়ের বয়স দেড় বছর। গতকাল বিকেলে ঘরে আটকে পড়া শিশু দু ভাইবোনকে উদ্ধার করতে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের ডাকতে হয়। জনগণের সেবায় সর্বদা প্রস্তুত সদস্যরা হাইড্রোলিক ইসপেসার মেশিন দিয়ে দরজা খুলে দু শিশুকে উদ্ধার করেন। ততোক্ষণে দৃশ্য দেখতে উৎসুক জনতার ভিড়ে ভারী হয়ে ওঠে চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাঁড়াপাড়ার পরিবেশ। প্রায় পৌনে ১ ঘণ্টা দু শিশু আটকে থাকায় সেখানে শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, দামুড়হুদার নতিপোতা উত্তরপাড়ার সুমন সপরিবারে চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাপাড়ার সুমন আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করেন। সুমনের দু শিশু সন্তানকে ঘরে রেখে কাপড় নেড়ে দেয়ার জন্য ছাদে ওঠেন ওদের মা। ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। ভেতরে দেড় বছর বয়সী ছেলে সাঈদ জুড়ে দিয়েছে কান্না। কীভাবে দরজা ভেতর থেকে আটকালো? দেড় বছরের সাঈদ-ই খেলতে গিয়ে দরজার হ্যাজবোল্ড লাগিয়ে দিয়ে খুলতে না পেরে কান্নাকাটি শুরু করে। উপায় না পেয়ে দ্রুত খবর দেয়া হয় ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সে। লালগাড়ি নিয়ে সদস্যরা হাজির হন ঈদগাঁপাড়ায়। ফায়ার স্টেশনের সদস্যদের দেখে উৎসুক জনতার ভিড় জমে। ফায়ার স্টেশনের সদস্যরা দরজা খুলে দু শিশুকে উদ্ধার করলে মায়ের মুখে হাসি ফোটে। ফেরে স্বস্তি।
দু শিশু উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের লিডার শহিদ আলী।