মাথাভাঙ্গা মনিটর: ক্লিন শেইভড বিরাট কোহলিকে আর দেখা যাওয়ার সম্ভাবনা কম। কারণ আর কিছুই না, প্রেমিকা আনুশকা। তার কারণেই বিরাটকে দাড়িসহ কাটাতে হবে আগামীদিনগুলো। এই তো সেদিন সব খেলোয়াড়ের মতো দাড়ি শেভ করতে চেয়েছিলেন বিরাট। কিন্তু বাধ সাধেন আনুশকা। ইনস্টাগ্রামে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন বিরাট। সেখানেও ওঠে দাড়ি শেভের কথা। বিরাট কোহলি খেলোয়াড় হার্দিক পান্ডে ও রোহিত শর্মাকে হ্যাশ ট্যাগ করে লেখেন, ‘দুঃখিত বয়েজ, আমি দাড়ি শেভ করতে রাজি নই।’ এমন সময় সে আলোচনায় ঢুকে পড়েন আনুশকা। বলেন, একদম শেভ করা যাবে না। কোহলিও মেনে নেন। লেখেন, ‘ওকে।’ এর আগেও ইনস্টাগ্রামে বিরাটের প্রোফাইল ছবিতে আনুশকাসহ একটি ছবি দেয়ায় ব্যাপক আলোচনার জন্ম নেয়।
শোনা যাচ্ছে, আনুশকা অভিনীত ‘ফিল্লোরি’ ছবিটির প্রযোজনাও নাকি করেছেন বিরাট কোহলি।