হরিণাকু-ুতে ৩শ ধরন্ত কলাগাছ কেটে সাবাড় : লক্ষাধীক টাকার ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ুু উপজেলার চাঁদপুর গ্রামে শহিদুল ইসলামের কলা বাগান কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার সকালে প্রকাশ্যে বাগানের ৩শ’ ধরন্ত কলাগাছ কেটে দেয়া হয়েছে। এ নিয়ে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।
জমির মালিক শহিদুল ইসলাম অভিযোগ করেন, সামাজিক দ্বন্দের জের ধরে একই গ্রামের আকবর আলীর ছেলে বিশারত আলী, আব্দুল গফুরের ছেলে হাফিজুর রহমান, মিঠু, ঠা-ু, আলামিন, রানা, মিরাজ ও জাহাঙ্গীর তার কলা ক্ষেতে কেটে দেয়। এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ নওশের আলী জানান, এই জমি নিয়ে মামলা চলছে। রোববার আমরা কোর্ট থেকে বাড়ি ফিরে দেখতে পায় আমার জমির কলাগাছ সব কেটে দিয়েছে। এ জন্য আমরা প্রতিশোধ নিয়েছি।
এ ঘটনায় কলা বাগানের মালিক শহিদুল ইসলাম প্রতিকার চেয়ে হরিণাকু-ুু থানায় অভিযোগ করেছেন।
হরিণাকু-ু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান, ঘটনাস্থলে এসআই ইসাহাককে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে ব্যবস্থা নেয়া হবে।