স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়তদার মালিক সমিতির নির্বাচনোত্তর অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মৎস্য আড়তদার মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দের আসনগ্রহণ ও নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দের সংরক্ষিত আসনে আসন গ্রহণ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দের পরিচিত পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি হাজি শাহাবুদ্দিন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, জেলা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাহিদু হাসান ফিরোজ। বক্তব্য শেষে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক। উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. হাজি মনোয়ার হোসেন সুরুজ ও অ্যাড. আবু তালেব বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক।