চলতি বছরে মা হবেন মিষ্টি মেয়ে এষা দেওল

 

মাথাভাঙ্গা মনিটর: দিন দুয়েক আগেই সোহা আলি খানের মা হওয়ার খবর দিয়েছিলেন স্বয়ং তার স্বামী কুণাল খেমু। আবার গুড নিউজ বলিউড আঙিনায়। ফের এক সেলেবের মা হওয়ার খবর পাওয়া গেলো। আর তিনি হলেন হেমা মালিনীর বড় মেয়ে ধুমগার্ল খ্যাত নায়িকা এষা দেওল। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী শীতেই প্রথম সন্তানের জন্ম দেবেন এষা। স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ছিলো এষা দেওল ও তার স্বামী ভারত তখতানির। পরে টেল মি ও খুদার শুটিংয়ে ফের দেখা হয় দুজনার। তখন থেকেই প্রেম শুরু। ২৯ জুন ২০১২ সালে বিয়ে করেন তারা। এষার মা হওয়ার খবরে খুব খুশি হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তবে দাদু-দিদা হওয়া ধর্মেন্দ্র-হেমার কাছে নতুন নয়। ২০১৫’র জুন মাসে তাদের ছোট মেয়ে অহনা এক পুত্রসন্তানের জন্ম দেন।