কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় প্রীতি ক্রিকেট খেলায় সুবুলপুর একাদশকে ৬ উইকেটে পরাজিত করেছে কার্পাসডাঙ্গা একাদশ। গতকাল রোববার বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় সুবুলপুর একাদশ টস জয়লাভ করে নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটে ১১৯ রানের বড় রানের টার্গেট দেয় কার্পাসডাঙ্গা একাদশকে। সুবুলপুর একাদশের পক্ষে সাইম সর্বোচ্চ ৪০ রান করে। কার্পাসডাঙ্গা দলের পক্ষে রতন বিশ্বাস ২০ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করে। জয়ের লক্ষ্যে কার্পাসডাঙ্গা একাদশ ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জয়ী দলের পক্ষে শফিকুল ৩৮ রান এছাড়া রতন বিশ্বাস ২৫ ও রহিম বাদশা ২০ রান করে। রতন বিশ্বাস খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন তারিক ও আল আমিন।