দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ, দামুড়হুদা পাইলট হাইস্কুল, কেরুজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় এবং দামুড়হুদা সেনেটারি হাউজ (বন্ধুচুলা) এই ৮টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নে মেলায় অংশগ্রহণকারী ওই ৮টি প্রতিষ্ঠানের মধ্যে কেরুজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে প্রথম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজকে দ্বিতীয় এবং দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়কে তৃতীয় হিসেবে ঘোষণা করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।