কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় নিশাত (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এবং পরানখালী গ্রামের সাজেদুল করিম বিদ্যুতের ছেলে। গতকাল রোববার বিকেলে জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিশাত শনিবার স্কুল ছুটি শেষে আর বাড়ি ফেরেনি। নিশাতের পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে সন্ধান করেও খুঁজে পায়নি। রোববার বিকেলে জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানান, এটা হত্যা না পানিতে ডুবে মারা গেছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।