ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামে মরহুম শাহ্ সুফি মুনছুর ভা-ারি ভালাইপুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়ার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে গতকাল সন্ধা ৬টার দিকে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরের পিতা মরহুম শাহ্ সুফী মুনছুর ভা-ারি ভালাইপুরীর বাড়ীতে ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান ভক্তবিন্দুর পাশাপাশি আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা অনুষ্ঠানে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মরহুমের একমাত্র ছেলে আসাদুজ্জামান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, সাবেক জেলা যুবলীগনেতা তৌহিদুর রহমান চন্দন, গোলাম মোস্তফা লালা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, জাকারিয়া আলম, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, জেলা যুব স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সাইদুর রহমান, চিৎলা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান, গাংনী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হৃদয় হোসেন ফারুক, যুবলীগ নেতা উসমান গনি বিস্কুট, ওল্টু, স্বপন, রানা, দয়াল, রাব্বি, জনি, আলম, ময়েন, ইনামুল, আনারুল, বাবুল হোসেন, খাইরুল ইসলাম, ইউপি সদস্য শুকুর আলী, মোফাজ্জেল হক প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন কারী আইয়ুব হোসেন ও আক্তারুজ্জামান শান্তি।