ঝিনাইদহ শালিয়ার আদিল গাঁজাসহ গ্রেফতার

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ও সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের শালিয়ার মাদককারবারি আদিল উদ্দিন বিশ্বাসকে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা হয়েছে মামলা।

পুলিশসূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভুলটিয়া বাজারের যাত্রীছাওনীর সামনে থেকে ঝিনাইদহ সদরের হলিধানি ইউনিয়নের শালিয়া গ্রামের মৃত সোবাহান আলী বিশ্বাসের ছেলে আদিল উদ্দিন বিশ্বাসকে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। আদিল উদ্দিন জানিয়েছেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা ইশ্বরচন্দ্র পুর গ্রামের মৃত ফনা শেখের ছেলে মন্টুর বাড়ি থেকে গাঁজা কিনে ঝিনাইদহ নিয়ে যাচ্ছিলেন। তাকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।