জীবননগর শাপলাকলিপাড়ায় প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের শাপলাকলিপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। মানসিক প্রতিবন্ধী ওই নারী আত্মহত্যা করেছে না কি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলা শহরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ঘোরাফেরা করতে দেখা যেতো কিন্তু ওই নারীর নাম পরিচয় কেউ জানতে পারেনি। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে শাপলাকলিপাড়ার নিজাম উদ্দিনের বাগানের একটি আম গাছের সাথে ওই মানসিক প্রতিবন্ধী নারীর লাশ গলায় শাড়ি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা সাংবাদিকদের জানান, নিহত মানসিক প্রতিবন্ধী নারীকে এলাকাবাসী একজন পাগলী হিসেবেই চেনে। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল-মামুন বলেন, অজ্ঞাত নারীর লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।