জীবননগর উপজেলা বিএনপির মতবিনিময়সভা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মতবিনিময়সভা শেষে দলের অসুস্থ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকনের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আবুল কাশেম ও কামরুল ইসলাম। পরবর্তীতে সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহানের অফিসে নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতবিনিময় করেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পৌর বিএনপিসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ আনোয়ার হোসেন খান খোকনকে আন্দুলবাড়িয়া থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে আসা হয়।