স্টাফ রিপোর্টার: আলোচনা সমালোচনা যেন শাকিব খানের পিছু ছাড়ছে না। এবার চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শাকিব খানকে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতির খবর সিনেমাপাড়ায় চাউর হওয়ার পরে আবারো আলোচনায় উঠে এসেছেন ঢালিউডের এই সুপারস্টার। গত রোববার একটি জাতীয় দৈনিকে দেয়া শাকিব খানের সাক্ষাৎকারের উত্তরে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করা হয়েছে। এমনই অভিযোগে তাকে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। যা নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, আমরা শাকিব খানের বিরুদ্ধে নোটিশ পাঠাতে যাচ্ছি। কারণ ১৬ এপ্রিল তিনি একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে প্রশ্ন ছিলো আপনাদের বিয়ে-সন্তানের বিষয়াদি এভাবে গণমাধ্যমে আসাটাকে অনেকে নাটক মনে করছেন। কী বলবেন? তখন এর উত্তরে তিনি (শাকিব খান) বলেছিলেন, এখন যেহেতু বেশি চলচ্চিত্র হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতোজন? শ শ লোকের দিকে না তাকিয়ে দেখতে হবে, এই শিল্পের ভালো লোকেরা কী বলছেন। সফল মানুষেরা কী বলছেন।