চুয়াডাঙ্গায় ৩৭তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে ৩৭তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ৩৭তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ প্রতিযোগিতায় ৪টি জেলা দল অংশগ্রহণ করছে। জেলাগুলো টাঙ্গাইল, নওগাঁ, ঠাকুরগাঁও ও নাটোর। উদ্বোধনী খেলায় টাঙ্গাইল ও নওগাঁ মুখোমুখি হয়। নওগাঁ টস জিতে টাঙ্গাইল জেলাদলের ব্যাটিঙের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রান করে টাঙ্গাইল। জবাবে নওগাঁ ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বিজয়ী দলের মিজানুর রহমান ৩৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ারের দায়িত্বে ছিলেন বিসিবির রোকনুজ্জামান তপু ও এসএম মুনজুর রশীদ। ম্যাচ রেফারি ছিলেন বিসিবির দেলোয়ার হোসেন। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির এস কে এম জাহিদুর রহমান মল্লিক। উপস্থিত ছিলেন টুটুল মোল্লা, শহিদুল কদর জোয়ার্দ্দার, সোহেল আকরাম, হাফিজুর রহমান হাপু, আজিজুল হক শীল ও সাথী জোয়ার্দ্দার।