কেএ মান্নান: আলমডাঙ্গা জামজামির পুরাতন পাঁচলিয়ায় কৃষক মইনুদ্দিন শাহর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি সন্ধ্যারাতে শিমূল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন এ আত্মহত্যা, এ ব্যাপারে স্বজনদের কাছ থেকে সদুত্তর মেলেনি। গলায় দড়ির চিহ্ন স্পষ্ট না থাকায় আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পুরাতন পাঁচলিয়া গ্রামের তাহাজুদ্দিন শাহর ছেলে কৃষক মইনুদ্দিন শাহর (৪৮)স্ত্রী শরিফা খাতুন জানান, গত সোমবার সন্ধ্যায় গৃহকর্তা কৃষক মইনুদ্দিনকে বাড়ির উঠোনে দেখে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে শিমুল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের ওসি আকরাম হোসেনের নির্দেশে জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সুরতহাল রিপোট করার সময় মৃতের গলায় রশির ফাঁস লাগানো চিহ্ন না পেয়ে ময়না তদন্তের উদ্দেশ্যে লাশ উদ্ধারের কথা বলতেই জনৈক প্রভাবশালী নেতা পুলিশের ওপর চড়াও হন। দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই জিয়া সঙ্গীয় পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেন। থানা কম্পাউন্ডে লাশ রাখা হয়। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।