বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনিকে আজ চুয়াডাঙ্গায় সংবর্ধনা দেবে জেলা লেখক সংঘ

স্টাফ রিপোর্টার: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনি সঙ্গীত শিল্পী খিলখিল কাজী ও মিষ্টি কাজী আজ প্রথমবারের মতো ব্যক্তিগত সফরে চুয়াডাঙ্গায় আসছেন। তাদের সাথে আসছেন জেলার দুই কৃতীসন্তান সঙ্গীতসম্রাট সোহরাব হোসেনের ভাই দেশবরেণ্য সঙ্গীত শিল্পী রাহাত আরা গীতি ও  মেয়ে সঙ্গীত শিল্পী এমএ মান্নান।

কাজী নজরুল ইসলামের দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজীকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিন। অতিথি থাকবেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী এমএ মান্নান, রাহাত আরা গীতি, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আবদুল গফুর, জেলা লেখক সংঘের সিনিয়র উপদেষ্টা কাজী বদরুদ্দোজা, জেলা লেখক সংঘের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টার, রবিউল হোসেন সুকলাল, আবুল কাশেম মাস্টার ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দার। যথা সময়ে অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান।