দর্শনায় বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার : একজন আটক

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে উদ্ধার করেছে ভারতীয় মদ ও ফেনসিডিল। ফেনসিডিলসহ কাউকে গ্রেফতার করতে না পারলেও মদসহ আটক করেছে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের অভিযুক্ত মাদককারবারী কালামকে। কালামের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা নিমতলা বিজিবির আইসিপি বিওপির টহল কমান্ডার নায়েক হাজি ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের জয়নগর বিএসপি মাঠে। ওই মাঠ থেকে বিজিবি সদস্যরা আটক করেছে পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের আজিজার রহমানের ছেলে আবুল কালামকে (৩৮)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে আবুল কালামের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার আটককৃত কালামের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।