মুক্তিযোদ্ধা শেখ কুরবান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার শিশুকুঞ্জ স্কুলের সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা শেখ কুরবান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার আলমডাঙ্গা থানা মসজিদের পাশে একটি চায়ের দোকানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।

মুক্তিযোদ্ধা কোরবান আলীর পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল দুপুর পর্যন্ত তার জ্ঞান ছিলো না। আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, ডেপুটি কমান্ডার অহিম উদ্দিন, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, মুক্তিযোদ্ধা শওকত আলী জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সেলিম হোসেনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা তার আশু রোগমুক্তি কামনা করেছেন।