বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দামুড়হুদা উপজেলা শাখার (উত্তর) কমিটি গঠন

 

দুদু ইসলাম সভাপতি বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত

দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দামুড়হুদা উপজেলা শাখার (উত্তর) সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদার দর্শনাস্থ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু শহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ড্রাগ সুপার (চুয়াডাঙ্গা ও মেহেরপুর) সুকর্ণ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশিদ পলাশসহ জেলার কমিটির নেতৃবৃন্দ। সম্মেলন শেষে নিভা মেডিকেলের মালিক আসম দুদু ইসলামকে সভাপতি, মাস্টার ফার্মেসির মালিক আশাদুল আলম শাহিন ও জিল্লুর মেডিকেল হলের মালিক জিল্লুর রহমানকে সহসভাপতি, তমা ফার্মেসির মালিক মাহবুবুর রহমান বাচ্চুকে সাধারণ সম্পাদক, শাহিন ফার্মেসির মালিক হাসানুজ্জামান শাহিনকে সাংগঠনিক সম্পাদক, মিকা ফার্মেসির মালিক মাকসুদুর রহমান রতনকে সহসম্পাদক, ডর্ক্টস ফার্মেসির মালিক সলিম উল্লাহকে কোষাধ্যক্ষ, মা মেডিকেলের মালিক আলমগীর কবিরকে ধর্মবিষয়ক সম্পাদক, বঙ্গবাসী মেডিকেল হলের মালিক উম্বাত আলীকে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, অন্তর মেডিকেলের মালিক শহিদুল ইসলামকে প্রচার সম্পাদক, ভাই ভাই ফার্মেসির মালিক শরিফুল ইসলাম মিঠুকে দফতর সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট দু বছর মেয়াদি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দামুড়হুদা উপজেলা শাখার (উত্তর) কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-ইমন ফার্মেসির ডা. রফিকুল ইসলাম, হক মেডিকেলের রেজাউল করিম, মাসুদ মেডিকেলের মাসুদুর রহমান, সাইদুর মেডিকেলের সাইদুর রহমান, রহিদুল মেডিকেলের নওশাদুল ইসলাম, মেডিসিন হাউজের আ. খালেক, জাহিন মেডিকেলের আরিফুল ইসলাম ও তৃপ্তি ফার্মেসির মোবাচ্ছের আহম্দে বিপুল।