পুকুরে গোসল করতে গিয়ে বিপত্তি কুশোডাঙ্গায় পানিতে ডুবে নারীর মৃত্যু

 

সুজন মাহমুদ: ভরদুপুরে পুকুরে কাপড় কাচতে গিয়ে পানিতে ডুবে চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামের কমেলা খাতুনের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের ছহির উদ্দীনের স্ত্রী কমেলা খাতুন (৬০) দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্তান্ত ছিলেন। গতকাল বুধবার দুপুরে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ির পার্শ্ববর্তী আজগার আলীর পুকুরে কাপড়চোপড় ধুয়ে গোসল করতে নামেন। এ সময় তিনি ডুবে মারা যান। পরিবারের লোকজনের দাবি মৃগী রোগের কারণেই এমনটি হয়েছে। বাদ আছর গ্রাম্য কবর স্থানে দাফন কাজ সম্পন্ন হয়।