দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে ইটভাটা শ্রমিক আহত

 

দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়েছেন আব্দুস সালাম নামের এক ইটভাটা শ্রমিক। আব্দুস সালাম জয়রামপুরের দিঘিপাড়ার শাজাহান আলীর ছেলে। গতকাল দুপুরে ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আব্দুস সালাম দামুড়হুদার কোষাঘাটায় অবস্থিত সিবিএম ইটভাটার মাটির গাঁদার ওপর দাঁড়িয়ে কোদাল দিয়ে মাটি কাটছিলো। মাটির গাঁদার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার কোদালের ঘা লেগে ছিঁড়ে তার শরীরে লেগে আটকে যায়। স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।