যৌতুকের দাবিতে স্বামীর লাথিতে স্ত্রীর গর্ভপাতের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: স্বামীর লাথিতে গর্ভপাত ঘটেছে চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার গৃহবধূ ময়না খাতুনের। গত সোমবার রাতে তার গর্ভপাত ঘটে। ময়না খাতুন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যৌতুকের দাবিতে নির্যাতনের ফলে ময়নার গর্ভপাত ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। ময়না সাড়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ময়না খাতুন অভিযোগ করে বলেন, ময়না খাতুন চুয়াডাঙ্গা সাতগাড়ির মৃত আবদুল মালেকের মেয়ে। ১১ বছর আগে জেলা শহরের থানা কাউন্সিলপাড়ার মৃত লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান হাবিবের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্নভাবে যৌতুকের দাবিতে ময়নাকে নির্যাতন করতেন স্বামী হাবিব। শেষমেশ ক্লিনিকের ব্যবসার নাম করে হাবিব তার শ্বশুরের কাছ থেকে তিন লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে নির্মম নির্যাতন করা হয় ময়নাকে। এক পর্যায়ে দিন পঁচিশেক আগে পাষণ্ড স্বামী গর্ভপাত ঘটনানের উদ্দেশে ময়নার পেটে লাথি মারেন। গুরুতর অসুস্থ হন ময়না। চিকিৎসাধীন অবস্থায় ময়নার গর্ভপাত হয় সোমবার রাতে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ময়না জানান এ ব্যাপারে মামলা করা হয়েছে।