মেহেরপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাথে যুবলীগের মতবিনিময়

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখা সমর্থিত মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপদেষ্টা মো. আসকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, অ্যাড. মিয়াজান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, যুবলীগ নেতা রাহিনুজ্জামান পোলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন প্রমুখ।