সব ফকারই বিকল : এবার একদিনও হয়নি নিধন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ। গ্রীষ্মের গরমে মশার আক্রমণে নগরবাসীর ত্রাহি অবস্থা। কয়েল? দরজা জানালা বন্ধ না করলেও ওতে কোনো লাভ নেই। স্বাসরুদ্ধকর ঘরে কয়েলের ধুয়ায় ফুঁসফুঁসের বারোটা বাজিয়েও মশার কবল থেকে নিস্তার মিলছে না। মশারি? দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। বিদ্যুতের আশা যাওয়ার মাঝে মশারির মধ্যে ঘুম কি আসে? এ অবস্থায় চুয়াডাঙ্গা পৌরসভা কী করছে? চলতি গরম মরসুমে একবারও ফকারের শব্দ শোনেনি পৌরবাসী।
অপরিষ্কার নিচু জলাবদ্ধদ জায়গাগুলো মশার উত্তম প্রজননক্ষেত্র। নোংরা পানি মশার বংশবিস্তারের জন্য অনুকূল। স্বাচ্ছন্দ্যে এখানে মশারা বংশবিস্তার করে। মশা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে রয়েছে ১১৩ প্রজাতির মশা। সম্প্রতি প্রাণী বিজ্ঞানীরা পাহাড়ী অঞ্চলে আরও এক প্রজাতির মশার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। নতুন প্রজাতির মশার নাম কিউলেক্স মাইমেটিকাস। কিউলেক্স আর এনোফিলিস মশার যন্ত্রণা বেশি। পুরুষ এনোফিলিস কামড়ায় না, কিন্তু ভনভন আওয়াজ করে। স্ত্রী কিউলেক্স মশা কামড়ায়। আর জীবনের জন্য হুমকি এডিস মশা। প্রতিদিন ঝোপঝাঁড়ে, কচুরিপানায়, ড্রেনে, বস্তিতে, জলাশয়ে জন্ম নিচ্ছে কয়েক লাখ মশা। কারণ একটি মশা একবারে ডিম পাড়ে গড়ে ২৫০ থেকে ৫০০টি। অনেক ক্ষেত্রেই মশা ২ ঘণ্টা পর পর ডিম পাড়ে। শীতকাল মশার ডিম পাড়ার জন্য অনুকূল। তবে গ্রীষ্মে বিশেষত বর্ষাও মশার প্রিয় ঋতু। শীতকালে মশার আয়ু ২১ দিন আর গরমকালে আয়ু ১৫ দিন। গ্রিষ্মে চুয়াডাঙ্গার বিভিন্ন এলণাকায় মশা বেড়ে গেছে। প্রজননক্ষেত্রগুলোসহ ঝপ জঙ্গলে এবার একবারও পৌরসভা মশা নিধনের উদ্যোগ নেয়নি। বিষয়টি স্বীকার করে চুয়াডাঙ্গা পৌর মেয়র বলেছেন, চুয়াডাঙ্গা পৌরসভার ফকার মেশিনগুলো সবই বিকল। চেষ্টা চলছে। পৌরসভার এক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পৌরসভার কর্মচারীদের ঠিক মতো বেতনই হচ্ছে না, মশা মারবো কী দিয়ে?